Uncategorized

রবীন্দ্রনাথ ঠাকুর এর নামকরণ করা উদ্ভিদ এবং ফুল গুলোর পরিচিতি

Original Photo : Biswajit Debnath


রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন বিশ্বখ্যাত কবি বা লেখকই ছিলেন না তিনি ছিলেন একজন প্রকৃতিপ্রেমীও।
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক উদ্ভিদ এবং ফুলের নতুন ভাবে নামকরণ করেছিলেন। এর মধ্যে কিছু নাম এত বেশি প্রচলিত হয়ে যায় যে, এর মূল স্থানীয় নামের চেয়েও কবি’র দেওয়া নাম গুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এর এই নামকরণের ফলে আমরা যেমন অনেক নাম না জানা দেশি উদ্ভিদ এবং ফুল কে জানতে এবং শনাক্ত করতে পারি তেমনি ওনার নামকরণ করার কারণে কিছু বিদেশী উদ্ভিদ এবং ফুল আমরা সহজেই নিজেদের করে নিতে পেরেছি। এ ক্ষেত্রে তার অবদান একজন উদ্ভিদ বিজ্ঞানীর চেয়ে কম কিছু নয়।  

এই আর্টিকেলে আমরা সেই উদ্ভিদ এবং ফুল গুলোকে চিনব যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেছিলেন। চেনার সুবিধার্থে কবির দেওয়া নামের সাথে বৈজ্ঞানিক নাম এবং প্রচলিত স্থানীয় নাম সহ দেওয়া হলোঃ


নীলমণি লতা

নীলমণি লতা, Photo: naturetime.wordpress.com
বৈজ্ঞানিক নামঃ Petrea volubilis.

ইংরেজি নামঃ Purple wreath / Queen’s wreath / Sandpaper vine / Bluebird vine

পরিবারঃ Verbenaceae



অলকানন্দা

অলকানন্দা, Photo: conseilsbeautesante.com

বৈজ্ঞানিক নামের প্রথম অংশ ‘Allamanda’-র সাথে মিল রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নামকরণ করেন ‘অলকানন্দা’। ‘অলকানন্দা’ শব্দের অর্থ ‘স্বর্গের গঙ্গা’। ভারতে এই নামে একটি নদী আছে। 

 

অন্যান্য নামঃ স্বর্ণঘন্টা / ঘন্টালতা। 

অন্যান্য স্থানীয় নামঃ দেশের বিভিন্ন স্থানে মাইক ফুল / ঘন্টা ফুল / ঘণ্টিলতা / হাড়কাকড়া নামেও পরিচিত।

ইংরেজি নামঃ Allamanda

বৈজ্ঞানিক নামঃ Allamanda cathartica (yellow allamanda), Allamanda blanchetii (purple allamanda, violet allamanda, Allamanda violacea) 

ইংরাজী নামঃ Golden Trumpet, Yellow Bell, Common Trumpetvine, Yellow Allamanda, Buttercup

পরিবারঃ Apocynaceae



উদয়পদ্ম

উদয়পদ্ম, Photo: monrovia.com

অন্যান্য নামঃ হিমচাঁপা ফুল 

ইংরেজি নামঃ Laural magnolia, Magnolia, Southern magnolia, bull bay 

বৈজ্ঞানিক নামঃ Magnolia grandiflora.



অগ্নিশিখা

অগ্নিশিখা, Photo: etsycom


অন্যান্য নামঃ উলটচণ্ডাল / লাঙ্গলী / গুরটচন্ডাল / ছিন্নমুখী  

আদিবাসি নামঃ বিশলানগুলা (চাকমা)

বৈজ্ঞানিক নামঃ Gloriosa superba 

ইংরেজি নামঃ Glory Lily / Superb Lily

অন্যান্য স্থানীয় নামঃ Flame lily / glory lily / Kari hari / Gloriosa lily / Flame Lily / Climbing Lily / Creeping lily / Fire Lily / Tiger claw / Malabar Glory Lily

পরিবারঃ Liliaceae (Lily family) 



বাগান বিলাস

বিভিন্ন রং এর বাগান বিলাস, Photo: gardenofeaden.blogspot.com

ইংরেজি নামঃ Bogainvillea / Paper Flower. 

বৈজ্ঞানিক নামঃ Bougainvillea glabra.

অন্যান্য নামঃ কাগজিফুল / কাগজ ফুল



সোনাঝুরি 

সোনাঝুরি, Photograph: J.M.Garg


অন্যান্য নামঃ আকাশমনি

ইংরেজি নামঃ Auri / Earleaf acacia / Earpod wattle / Northern black wattle / Papuan wattle / Tan wattle

বৈজ্ঞানিক নামঃ Acacia auriculiformis



অমলতাস

অমলতাস, Photo: bambooland.com

প্রচলিত নামঃ সোনালু / কর্ণিকার

অন্যান্য নামঃ সোন্দাল / সোদেল / সোমরাল / সোনারু / বান্দরলাঠি / বানরলাঠি।

ইংরেজি নামঃ Golden Shower

বৈজ্ঞানিক নামঃ Cassia fistula.

এটি থাইল্যান্ডের জাতীয় ফুল।



অনন্ত লতা

অনন্ত লতা, Photo: etsy.com


প্রচলিত নামঃ প্রবাল লতা

ইংরেজি নামঃ Coral vine / Mexican vine / Love creeper 

বৈজ্ঞানিক নামঃ Antigonon Leptopus


সর্বজয়া

সর্বজয়া, Photo: etsy.com


প্রচলিত নামঃ কলাবতী ফুল  

বৈজ্ঞানিক নামঃ Canna indica

ইংরেজি নামঃ saka siri / Indian shot / canna / bandera / chancle / coyol / platanillo



তারাঝরা

তারাঝরা, Photo: plantandjungle.com


অন্যান্য নামঃ ক্লিমেটিস / গৌরি তারামণি / বর্তমানে অ্যারোমেটিক জু্ঁই নামেই বেশি পরিচিত। 

বৈজ্ঞানিক নামঃ Clematis gouriana 

ইংরেজি নামঃ Fragrant virgin’s bower / fragrant clematis / sweet-scented virgin’s bower



হিমঝুরি

হিমঝুরি, Photo: greencoverinitiative.com


বৈজ্ঞানিক নামঃ Millinglonia hortensis.

অন্যান্য নামঃ আকাশ নিম / ইন্ডিয়ান কর্ক।

পরিবারঃ Bignoniaceae 



বনপুলক

হিমঝুরি, Photo: powo.science.kew.org


বৈজ্ঞানিক নামঃ Pavetta indica L.

ইংরাজী নামঃ Indian Pavetta / Indian Pellet-shrub / White Pavetta


ফুলটি দেখতে কিছুটা রঙ্গনের মতো হলেও রঙ্গন নয়। এই ফুলটি রঙ সাদা। এটিও রঙ্গনের মতো গুল্ম ও এর ফুল গুচ্ছাকারে ফোটে। বনপুলকের সাথে সাদা রঙ্গনের একটি বিশেষ পার্থক্য হল বনপুলকের লম্বা পুংকেশর রাধাচূড়ার মতন ফুলের থেকে বেরিয়ে থাকে। 


রঙ্গনের বৈজ্ঞানিক নাম – Ixora coccinea এবং এর ইংরেজি নাম – Jungle geranium / Flame of the woods or Jungle flame.



গুলঞ্চ

গুলঞ্চ, Photo: healthkart.com


বৈজ্ঞানিক নামঃ Tinospora cordifolia

অন্যান্য নামঃ গোলক চাঁপা / কাঠ চাঁপা / গরুড় চাঁপা / চালতা গোলাপ / অমৃত / গুডুস / গিলয় / অমৃতবল্লী / গেলু

ইংরেজি – Heart leaf Moonseed

পরিবারঃ Menispermaceae



পারিজাত

পারিজাত, Photo: wildturmeric.net


বৈজ্ঞানিক নামঃ Erythrina variegata

অন্যান্য নামঃ মান্দার / পরিজাত / মাদার / মান্দর / মন্দার / পালতে মান্দার / রক্তমান্দার / বুনো পলাশ

ইংরেজি নামঃ Indian Coral Tree / Lenten tree / Tiger claw


পারিজাত বা মান্দারকে অনেকেই পলাশ এর সাথে গুলিয়ে ফেলে। দেখতে অনেকটা মিল থাকলেও দুটোই আলাদা উদ্ভিদ।     



মধুমঞ্জরী

মধুমঞ্জরী, Photo: Khanh Linh


ইংরেজি নামঃ Rangoon Creeper, Chinese honeysuckle

বৈজ্ঞানিক নামঃ Quisqualis indica   

পরিবারঃ Combretaceae   

অন্যান্য নামঃ মধুমালতি, হরগৌরী, লাল চামেলী



পলকজুঁই

পলকজুঁই, Photo: Ben Caledonia

বৈজ্ঞানিক নামঃ Volkameria inermis L.

অন্যান্য নামঃ বন জুঁই / কঙ্করা

ইংরেজি নামঃ Glory Bower / Indian Privet / Seaside Clerodendrum / Wild Jasmine / Sorcerer’s Bush

পরিবারঃ Lamiaceae



ফুলঝুরি

ফুলঝুরি, Photo : Zélia Doneux Rebske


বৈজ্ঞানিক নামঃ Euphorbia leucocephala 

ইংরেজি নামঃ little Christmas flower / white lace euphorbia / snow bush / snow flake / snows of Kilimanjaro / white Christmas bush.   


তালিকার নাম গুলো ছাড়াও আরো কিছু উদ্ভিদ এবং ফুলের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া যেমনঃ বাসন্তী, পেয়ালি, শ্বেতমণি সৌরভি  ইত্যাদি, কিন্তু এই উদ্ভিদ এবং ফুল গুলোর বৈজ্ঞানিক নাম সংগ্রহ করা যায়নি বিধায় তালিকায় যুক্ত করা হয়নি।

এগুলো ছাড়াও শান্তিনিকেতনের বিখ্যাত দুটি ফুলের গাছ আছে বাসন্তিকাফাগুনবৌ নামে। যে নাম গুলো ধারণা করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। কিন্তু এগুলো নিয়েও বিভ্রান্তি আছে।   

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button